ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন উদ্বোধন ।
আজকের সংবাদ ডেস্কঃ সবুজে বাঁচি,সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই' এ শ্লোগানকে সামনে রেখে ডিপিইও নারায়ণগঞ্জ মহোদয়ের নির্দেশে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন।
মঙ্গলবার(২৩শে জুলাই)উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত বৃক্ষরোপণ এর কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত বৃক্ষরোপণ কার্যক্রমে সভাপতিত্ব করেন ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু নাঈম ইকবাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
এ সময় প্রধান অতিথি গাছ লাগিয়ে বৃক্ষ রোপনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, এরপর একে একে বিদ্যালয়ের সভাপতি,অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা সবাই মিলে বিদ্যালয়ের আশেপাশে গাছ লাগান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা।
এতে আরো উপস্থিত ছিলেন,মারবদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আনোয়ার হোসেন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নির্মল কুমার সাহ,ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন