সোনারগাঁয়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্টিত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জ সোনারগাঁয়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
রোববার(৩০শে জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কার্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাসুম বিল্লাহ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে বর্তমান সমাজ এগিয়ে যাচ্ছে,সেজন্য তথ্য প্রযুক্তির সম্পর্কে সবার ভাল জ্ঞান থাকতে হবে।এ বিষয়ে যে বেশী পারদর্শী হবে তারাই এগিয়ে যাবে। সুতরাং কাজ করতে হলে আমাদের সকল বিষয়ে পারদর্শী হয়ে সবার সাথে তাল মিলিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
এসময় অন্যান্যদের মধ্যো আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃনাজমুল হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব,উপজেলা প্রকৌশলী হায়দার আলী, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোসাঃ শাহানারা আক্তার,উপজেলা সমাজসেবা অফিসার সাকিবা সুলতানা তিথি ও যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন