মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় প্রীতি-বিতর্ক প্রতিযোগিতা।
তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রীতি-বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রীতি-বিতর্ক প্রতিযোগিতার আজকের বিষয় ছিলোঃ- "মানুষের জীবনে নৈতিক মূল্যবোধ শিক্ষার জন্য একমাত্র পরিবারেরই গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।"
আজকের প্রীতি-বিতর্ক প্রতিযোগিতায় বেগম রোকেয়া বালিকা বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়েছে, রানার্সআপ হয়েছে ঈশাখাঁ বালক দল। উপস্থাপন ছিল অত্যন্ত তথ্যবহুল, শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের দলনেতা শরাবন তহুরা।
প্রীতি-বিতর্ক প্রতিযোগিতায় নির্দেশনায় ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সরকার ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
জানা যায়, শিক্ষাবান্ধব সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের পরিকল্পনায় এ প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিক স্তরের শিশুদের বিকাশ নিয়ে প্রতিনিয়ত শিক্ষামূলক পরিকল্পনা গ্রহণ করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান,যার মাধ্যমে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে একটি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে যা স্কুল শিক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব গঠন এবং মতামত প্রকাশের স্বাধীনতা বিষয়ে সচেতনতা তৈরি করবে।
এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের এই শিক্ষার্থীদের ভাবনামূলক চিন্তা, সাবলীল প্রকাশভঙ্গি এবং সমস্যা সমাধানের যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। এছাড়াও তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ এবং পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন