সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিনিধিঃ
-সিদ্ধিরগঞ্জে ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৯) ও ইয়াছিন (২৩) নামে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দিবাগত রাত সোয়া ১০ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা বেইলী ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার এন্তাজ মিয়ার ছেলে এবং মো: ইয়াছিন গাজীপুর জেলার শ্রীপুর থানার গুচ্ছগ্রাম এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও ইয়াছিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭