সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে থেকে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ পারভেজ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া আবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ হাতে নাতে পারভেজকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন