নিজেস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
তবে এমন লোমহর্ষক ঘটনায় এখনও নিখোঁজ যাত্রীদের কোন তথ্য পাওয়া যায়নি। ডুবে যাওয়া নৌকায় নয়জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উপস্থিত অনেকেই বলেন, নবীগঞ্জ (শীতলক্ষ্যার পূর্ব পাড়) ঘাট থেকে দুটি নৌকা নারায়ণগঞ্জের (পশ্চিম পাড়ে) আসছিল। এ সময় শীতলক্ষ্যা নদীর মাঝখানে এক সঙ্গে দুটি নৌকাকে ধাক্কা দেয় বাল্কহেডটি। এতে নৌকা ডুবে যায়।
ঘটনার সাথে সাথে আশপাশে থাকা নৌকা ও ট্রলার গিয়ে যাত্রীদের উদ্ধার করে। অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে এখনও নিখোঁজ যাত্রীদের সন্ধান পাওয়া মেলেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন