মোঃ নুর নবী জনি:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ ।
শুক্রবার(১৫ নভেম্বর) দিবাগত রাতে সোনারগাঁ থানার ওসি এমএ বারীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৩ জন ডাকাতকে আটক করা হয় এরা হলো উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর ভাটিরচর এলাকার মৃত আক্কেল আলীর ছেলে রাব্বানী হাসান মুন্না ডাকাত (২৫),বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার মনা মিয়ার ছেলে ডাকাত মোঃ হাবিব (২২) ও জেলার টান বাজার এলাকার মৃত বিল্লাল সরদারের ছেলে ডাকাত মনির সরদার ওরফে মনির (২০),
জি আর ওয়ারেন্টে গ্রেপ্তার ২ জন, সি আর ওয়ারেন্ট ১জন,সি আর সাজাপাপ্ত ২ জন,নিয়মিত মামলায় ১ জন,এছাড়াও অন্যান্য মামলায়-২ জন আসামিসহ মোট ১১ জন আসামিকে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করে জানান আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন