বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বন্দরে নামাজ আদায়ের জন্য মাদ্রাসা থেকে মসজিদের উদ্দেশ্য বের হয়ে সিয়াম (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিয়াম বন্দর আমিন আবাসিক ১নং গল্লী এলাকার শাকিল মিয়ার ছেলে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় বন্দর বাজারস্থ দারুল উলুম মাদ্রাসা থেকে বের হয়ে ওই ছাত্র নিখোঁজ হয়। অনেক স্থানে খোজাখুজি করে মাদ্রাসা ছাত্রের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের পিতা বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করার প্রস্তুুতি চলছে।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পিতা গনমাধ্যমকে জানান, আমার ছেলে সিয়াম বন্দর বাজারস্থ দারুল উলুম মাদ্রাসায় থেকে হেফজ শাখায় পড়ালেখা করে আসছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোরে ফজর নামাজ আদায়ের জন্য উল্লেখিত মাদ্রাসা থেকে মসজিদের উদ্দেশ্য বের হয়ে আর মাদ্রাসায় ফিরে আসেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন