রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ও দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে মাথা ও শরীর ইট দিয়ে থেতলে দেয়ার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদক করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিত্বে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাধারন সম্পাদক ইয়াছিন মিয়াকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষকৃত ইয়াছিনের সঙ্গে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।
এদিকে, সাংবাদিক জাহাঙ্গীর মাহামুদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে সন্ত্রাসী ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিন, কাজল, রাব্বিল,ইমন, রকিসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে, ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন দৈনিক কালবেলা পত্রিকা। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ দিন ধরে ইয়াসিন মিয়া ক্ষতিপূরণ বাবদ জাহাঙ্গীর মাহমুদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ প্রকাশের জেরে ও দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সাংবাদিক উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়ার নিজ বাড়িতে জাহাঙ্গীর মাহমুদকে মাথা ও শরীর ইট দিয়ে থেতলেয় ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিনসহ তার সন্ত্রাসী বাহিনী। ঘটনা শেষে সন্ত্রাসী ফেন্সি ইয়াছিন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েঁ এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
রূপগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফেন্সি ইয়াছিনসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বড় ধরণের কর্মসুচী করবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, জাহাঙ্গীর মাহামুদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন