ছাত্রলীগ নিষিদ্ধ: নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধ: নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
- সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের সরকারি তোলারাম কলেজ থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে জড়ো হন। পরে সেখানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ শেষে সমাবেশ করেন তারা।


এসময় শিক্ষার্থীরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ সারা দেশে মানুষের ওপর জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি, দখলবাজি, হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তাদের ভয়ে বিশেষ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ আতঙ্কিত ছিল। সকল শিক্ষা প্রতিষ্ঠান ছিল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে। তারা সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। সরকার এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করায় সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭