প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক প্রয়াত সাংবাদিক মরহুম মো.সুলতান এর রুহের আত্মার মাগফেরাত কামনায় বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বাদ আসর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে বন্দর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাসেল, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রিফাত আল রহমান লিংকন, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, সহ যুগ্ম সম্পাদক মমতাজ বেগম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবু হোসেন ডালিম, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, দপ্তর সম্পাদক তরিক হোসেন বাপ্পী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন, কার্যকরি সদস্য আবু সুফিয়ান।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে এশিয়ান টিভির প্রতিনিধি ও সিটি প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক মোঃ জামান, জাগো নারায়ণগঞ্জ নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার গাফফার লিটন, বাংলাদেশ সমাচার পত্রিকার বন্দর প্রতিনিধি সুমন।
প্রসঙ্গত, দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো. সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (২ অক্টোবর) বেলা ১২ টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, এক বোন, এক ভাই, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের গলাচিপা আউয়াল চেয়ারম্যান বাড়ী সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদে জানাযা শেষে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন