নিজস্ব প্রতিনিধিঃ- মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলায় প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজমেরী ওসমানের বিরুদ্ধে ত্বকীকে অপহরণের পর হত্যার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃত গাড়ি চালকের নাম জামশেদ শেখ (৩৬)।
র্যাব-১১র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান,বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এর আগে ত্বকী হত্যার ঘটনায় রোববার ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিন জনকে গ্রেপ্তার করে র্যাব। তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। র্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল। বর্তমানে তাদের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন