মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
পিরোজপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজ্বী মো: শহীদ সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর)সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সোনারগাঁ থানা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, থানা যুবদল নেতা রাকিব হাসান, মনিরুজ্জামান,জয়নাল আবেদীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ১৫ ই আগষ্ট ঘিরে সকলকে দলবদ্ধ হয়ে বিভিন্ন স্থানে অবস্থান করতে বলেন। যেনো স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে বলে তারা হুঁশিয়ারি দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন