সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ


সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শামিম নামে এক সুতা ব্যবসায়ীকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা । 

গত বুধবার (১০ জুলাই) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের সুতা ব্যবসায়ী শামিমের নিজ বাড়িতে এ হুমকি দেয়। 

এ ব্যাপারে ভুক্তভোগীর শামিম নিরাপত্তাহীনতার আশংকায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী শামিম জানান,অভিযুক্ত সন্ত্রাসী কাবিলগঞ্জ গ্রামের মৃত হাকিম আলীর ছেলে ও হত্যাসহ একাধিক মামালার আসামি মো: আলীম মিয়া ওরফে বিটন (৩৫) , অত্র গ্রামের আউয়ালের ছেলে মো: ফয়সাল (২৮) ও অজ্ঞাত নামা আরও ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে এই হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় তিনি এই ঘটনার প্রতিবাদ করতে ঘর থেকে বাহিরে গেলে ধাঁরালো ও দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্য সন্ত্রাসীরা তেড়ে গেলে প্রাণ ভয়ে পিছু হটে দৌড়ে পূনরায় ঘরে গিয়ে দরজা বন্ধ করে ডাক-চিৎকার শুরু করেন তিনি। এ সময় সন্ত্রাসীরা শামিমকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এস. এম কামরুজ্জামান বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭