নিজস্ব প্রতিনিধিঃ-ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গল বন্দর ব্রিজে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার(১৮ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন ব্রিজের উপর এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার খরব পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই জনের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকা মুখি একটি মোটরসাইকেলকে একটি অজ্ঞাতবাস চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মোটর সাইকেলে থাকা এক তরুন ও তরুনী নিহত হন।
নিহত অন্তর (২২) জামালপুর জেলার বাসিন্দা। তবে সাথে থাকা তরুণীর পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরো জানান, দুর্ঘটনার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন