কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা



নিজস্ব প্রতিনিধিঃ-আগামী ২৬শে জুন কাঞ্চন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।


নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন মো. রফিকুল ইসলাম, দেওয়ান আবুল বাশার (বাদশা), শফিকুল ইসলাম, রোজিয়া খাতুন (আলো)।


পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।৫ জন। 


ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২রা জুন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে। ৩ থেকে ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। ৬ থেকে ৮ জুন আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন। ১০ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ২৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭