নিজস্ব প্রতিনিধিঃ- সোনারগাঁয়ের কাচঁপুর এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন ও ক্রয়-বিক্রয় চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৭ মে) পরিচালিত এই অভিযানে বিভিন্ন কোম্পানীর পুরাতন ৫৭টি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রয়ের নগদ ৪৩,৪৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মুন্না গাজী (২৪), মোঃ দুলাল হোসেন (২৮), মোঃ আলাউদ্দিন বেপারী (৩৬), মোঃ আনোয়ার হোসেন (২৮), মোঃ শরীফ (৩২), মোঃ জুয়েল (৩০), মোঃ সোহাগ আলী (২১)।
র্যাব জানায়, তারা পেশাদার চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী। তারা বিভিন্ন মোবাইল ছিনতাইকারীদের কাছ থেকে অল্প দামে চোরাইকৃত মোবাইল ক্রয় করে আইএমইআই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সোনারগাঁও কাঁচপুর ও আশপাশের এলাকায় গোপনে অবৈধভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন