লাঙ্গলবন্দ নদে স্নানউৎসবে নেমে শিশুর মৃত্যু - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

লাঙ্গলবন্দ নদে স্নানউৎসবে নেমে শিশুর মৃত্যু


নিজেস্ব প্রতিনিধিঃ
- নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে রাজদ্বীপ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মহাষ্টমীর স্নানোৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ১০টার দিকে চার নম্বর অন্নপূর্ণা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।


রাজদ্বীপ চট্টগ্রাম জেলার পটিয়া থানার বুদ্ধুরা বেলমাইন গ্রামের উজ্জ্বল দাসের ছেলে। পরিবারের সঙ্গে সে লাঙ্গলবন্দের ঐতিহাসিক এই স্নানোৎসবে এসেছিল।


তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।


পুলিশ জানিয়েছে, শিশু রাজদ্বীপ আজ তার মা, নানি ও বোনের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার নিখোঁজের বিষটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা অন্নপূর্ণা ঘাটে অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় রাজদ্বীপকে উদ্ধার করেন। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|


নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে দেশ-বিদেশের ১০ লাখের অধিক পুণ্যার্থীর অংশগ্রহণে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহাষ্টমীর দুদিনব্যাপী স্নানোৎসব হয়। গতকাল সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে তিথির লগ্ন শুরু হয়। শেষ হয় মঙ্গলবার বিকেল ৪টা ৫৪ মিনিটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭