সোনারগাঁয়ে ডা.বিরুর সমর্থনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কালামের পক্ষে জনসভা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সোনারগাঁয়ে ডা.বিরুর সমর্থনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কালামের পক্ষে জনসভা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর জনসভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকায় অবস্থিত অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর নিজ বাস ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান কালাম।


সভাপতির বক্তব্যে ডাঃ বিরু বলেন"এবারের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে যোগ্য ও পরিক্ষিত প্রার্থী মাহফুজুর রহমান কালাম।জামপুরের নেতাকর্মীরা কালামের সমর্থনে মাঠে আছে এবং থাকবে।


এ সময় প্রধান অতিথি মাহফুজুর রহমান কালাম বলেন, আমি সারা জীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি এবং থাকব, সোনারগাঁয়ের মানুষের ভাগ্য উন্নয়নে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সেবা করতে চাই। আজকের জনসমাবেশে আমাকে সমর্থন দেয়ায় ডাক্তার বিরু ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।  


এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান শামসু, জামপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, সাবেক চেয়ারম্যান শাহ মোঃ হানিফ, সোনারগাঁ উপজেলা যুবলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন,সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত, সোনারগাঁ উপজেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্র লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ কয়েক হাজার জনসাধারন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭