নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ আড়াইহাজারে মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী সোহেল মেম্বার (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য ও মাদক বিক্রিতা মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সোহেল ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পরেই সে বেপোরোয়া হয়ে উঠে। সর্ব শেষ উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেস্টা করে সোহেল বাহিনী। সোহেল গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্থির ফিরছে বলে জানান তারা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, সোহেল তালিকা ভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রিতা। দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তার পুরা পরিবার মাদকের সাথে জড়িত। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদকসহ ৮/১০টি মামলা রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহেলকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন