মেঘনায় তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মেঘনায় তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা


মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
-স্বাস্থ্যসেবার মানোন্নয়ন অব্যাহত রাখতে কুমিল্লা মেঘনা উপজেলায় তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা রহমান এর নেতৃত্বে ও সেনিটারী ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিল এর সার্বিক সহযোগিতায় মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, উপজেলার মানিকার চর বাজারে অবস্থিত 'ভুল চিকিৎসা সেবা প্রদানের দায়ে শিকদার মেডিকেল হলকে ৫০ হাজার, প্যাথলজি ডাক্তারের স্বাক্ষর বিহীন রিপোর্ট ডেলিভারি দেওয়ার কারণে নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নুরু মিয়া প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক লিখে চিকিৎসা সেবা প্রদানের দায়ে খালেক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমা রহমান বলেন, বিভিন্ন অনিয়মে তাদেরকে এ জরিমানা করা হয়। সেবার মানোন্নয়ন অব্যাহত রাখতে আমাদের এই অভিযান চলমান থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭