সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে নিহত-১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ৯ মার্চ, ২০২৪

সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে নিহত-১


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে হৃদয় ভূইয়া(২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় ফারুক নামে একজন আহত হয়েছেন।  


গতকাল শনিবার সন্ধায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত হৃদয় ভূইয়া দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে।


নিহতের ভাই লিটন ভূইয়া জানান,ভোট গ্রহণ শেষে গণনার সময় মোরগ প্রতীকের সদস্য প্রার্থী আজীজ সরকারের নেতৃত্বে তার লোকজন আমাদের পক্ষের প্রার্থী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের উপর গুলি চালায়।এসময় আমার ভাই হৃদয় ভূইয়া গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।আমরা হত্যাকারীদের শাস্তি চাই।

এদিকে এলাকাবাসীরা জানান, প্রায় ৬-৭ মাস আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মজিবুর রহমান ভূঁইয়া মারা গেলে, পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কর্মকর্তা। পরে শনিবার (৯ মার্চ) উপ-নির্বাচনে বিজয়ী মেম্বার প্রার্থী আব্দুল আজিজ সরকার (মোরগ প্রতীক) ও পরাজিত প্রার্থী মো. কায়সার আহম্মেদ রাজু (তালা প্রতীক) ভোটে নির্বাচন করেন। ভোট শেষে সন্ধ্যা ৭টার দিকে গণনা শেষ হয়। এ সময় ভোট কেন্দ্র থেকে বের হয়ে পরাজিত প্রার্থী মো. কায়সার আহম্মেদ রাজু লোকজন ও তার সমর্থকেরা প্রথমে বিজয়ী প্রার্থী আজিজের লোকজনের ওপর হামলা চালায়। এতে করে উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়। 


পরে পুলিশের পাহারায় প্রিজাইডিং অফিসার ও নির্বাচন কর্মকর্তারা ব্যালট বক্স গাড়িতে তুলে উপজেলা কার্যালয়ে ফিরে আসার সময় পরাজিত প্রার্থীর লোকজন তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইট পাটকেল ছুঁড়ে গাড়ি ভাংচুর করে ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের জানমাল রক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়লে হৃদয় নিহত ও মো. ফারুক মারাত্মকভাবে আহত হয়।


এবিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, নির্বাচন পরবর্তীতে ফলাফল ঘোষনা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়েন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বলেন,ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে।এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশ সহ ৮ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭