আড়াইহাজারে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রয় করছে প্রভাবশালী মহল - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

আড়াইহাজারে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রয় করছে প্রভাবশালী মহল


আড়াইহাজার প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের  আড়াইহাজার পৌরসভার আওতাধীন নোয়াপাড়া এলাকায়, পৌরসভা মেয়রের বাড়ির সংলগ্ন তিন ফসলি ব্যক্তি মালিকানা কৃষি জমি অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী মহল। স্থানের সূত্রে জানা যায়, বিগত এক সপ্তাহ ধরে রাত ও দিনে মাটির গাড়ি চলাচলে ধুলাবালিতে এলাকাবাসী অতিষ্ঠ। আড়াইহাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের  নোয়াপাড়া গ্রামের, প্রভাবশালী পাঁচ জনের সিন্ডিকেট মাটি  কেটে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করছে, এর ভিতরে অন্যতম, আনিসুর রহমান ও উকিল গং। রাতে ও দিনে বিভিন্ন জায়গায় মাটি সাপ্লাই দিচ্ছে আনিসুর রহমান গং। পার্শ্ববর্তী  অন্যান্য জমিতে মাটি কাটার গাড়ি যাওয়ার লেন করে মাটি কাটা  প্রস্তুতি নিয়েছে।

মাটিকাটা  সিন্ডিকেটের প্রধান,  আনিসুর রহমান মোঠফোনে জানায়, পৌরসভার নোয়াপাড়া কবরস্থানে জন্য ৭ লক্ষ টাকার  মাটি দিচ্ছেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অনুমতির প্রসঙ্গে  জানতে চাইলে, সঠিক কোন উত্তর দিতে পারেনি। গত ১৪ ই মার্চ সকাল ১১ ঘটিকায় সরজমিনে মাটি কাটায় ব্যবহৃত ড্রামট্রাকের চালকদের সাথে কথা বলে জানাযায়, কবরস্থানে ও  ব্যক্তি মালিকানা জায়গায় মাটি সাপ্লাই দিচ্ছে। এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার, ইশতেয়াক আহম্মেদ জানান, বিষয়টি আমার জানানেই, এ বিষয়ে  জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আমরা দেখবো,  তদন্তে  ব্যবস্থা গ্রহণ করবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭