ফতুল্লায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ফতুল্লায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-১


নিজেস্ব প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হারুন মিয়া নামের একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


শুক্রবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ পঞ্চাশ বছর বয়সী হারুন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জের কাঠেরপুল এলাকায়। 


পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে জুম্মান নামাজ শেষে দু'তলা বাড়ির নিজ তলায় থাকা চায়েন দোকান খুলতে যায় হরুন। এসময় চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে দোকানে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিভিয়ে দগ্ধ অবস্থা হারুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আগুনে হারুন মিয়ার শরীর বিভিন্ন অংশ পুড়ে গেছে। 


ফায়ার সার্ভিসের ধারণা, সিলিন্ডার থেকে গ্যাস নিগর্ত হয়ে জমে থাকা অবস্থায় ম্যাচ দিয়ে চুলা জ্বালানোর সময় এ বিস্ফোরণ ঘটে। এসময় বিস্ফোরণে দগ্ধ হারুন মিয়াকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭