স্টাফ রিপোর্টারঃ-নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ১১ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক (ইনচার্জ) আসাদুজ্জামন।
এর আগে গত বছরের ৮ নভেম্বর তৃতীয় দফায় বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকালে, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করার সময় গ্রেপ্তার হন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। টানা ৮২ দিন কারাভোগ করে মুক্তি পেয়েছেন তিনি।
তাঁর মুক্তিতে নারায়ণগঞ্জ মহনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ফুলের মালা ও ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন