মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার নির্বাচিত চেয়ারম্যানগণ সোনারগাঁয়ের নব নির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে নৌকার ব্যাজ পড়িয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ব্যাজ পড়িয়ে দেন তারা।পরে উপজেলা এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহীম,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসুসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন