সুমন হাসান:- উৎসবমুখর পরিবেশে চলছে সোনারগাঁ -৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের পক্ষে প্রচারণা চালান সাদিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জুয়েল সরকার।
তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাদিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পাড়া মহল্লায় দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করে বলেন, দেশের উন্নয়ন এখন মহাসড়কে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন।
৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী সোনারগাঁ-৩ আসন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত কে সাদিপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে নির্বাচিত করার আশ্বাস ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন