রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা কোম্পানীর ভেতরে নসীমনের চাকায় পিষ্ট হয়ে ইন্নাল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার চরপাড়ার এলাকার ইউএস বাংলা কোম্পানীর ১০ নাম্বার রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইন্নাল জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকার হারুনুর রশীদের ছেলে।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
নিহতের বড় ভাই বিল্লাল হোসেন জানান, তিনি ও তার ভাই চরপাড়া এলাকায় থেকে ইউএস বাংলা কোম্পানীকে শ্রমিক হিসেবে কাজ করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ইন্নাল ইউএস বাংলা কোম্পানীর ১০ নাম্বার রোড দিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে একটি নসীমন এসে ইন্নালকে ধাক্কা দেয়। পরে নসিমনের চাকার নিচে ইন্নালের মাথা পিষ্ট হয়। পরে ইন্নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন