সোনারগাঁয়ে মৎস্য কর্মকর্তার অভিযানে ইলিশসহ ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

সোনারগাঁয়ে মৎস্য কর্মকর্তার অভিযানে ইলিশসহ ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


মোঃ নুর নবী জনিঃ
-ইলিশ ধরা নিষেধাজ্ঞায় সময়েও জেলেরা নদীতে নেমে পড়ে। তাদের রুখতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রশাসনও তৎপর। মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ইলিশ ও এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে সোনারগাঁ উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য সোনারগাঁ উপজেলা মৎস্য অধিদপ্তর এ অভিযান চালায়।

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড.ফজলুল কাবীর এই অভিযানে নেতৃত্ব দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার জানান, সকাল থেকে মেঘনা নদীর  তীরবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চলে।

এ সময় জেলেদের কাছ থেকে এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সোনারগাঁও উপজেলার বৈদ্যোর বাজার ফেরিঘাটে জব্দ করা কারেন্ট জাল উপস্থিত জনতার সামনে পুড়িয়ে দেওয়া হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় নদীর পাড়ের দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যায়।

উপজেলা মৎস্য বিভাগের এই বিশেষ অভিযানে আরও অংশ নিয়েছিলেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জেসমীন আক্তার,নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কোস্টগার্ড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭