নিজেস্ব প্রতিবেদকঃ-৪৬ কেজি গাঁজাসহ নারায়ণগঞ্জ বন্দর থেকে নুর ইসলাম (২১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান তল্লাশী করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) র্যাব-১১র এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃত মোঃ নুর ইসলাম পটুয়াখালী জেলার বাউফল থানার চন্দ্রদ্বীপ গ্রামের আবুল বাশারের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত নুর ইসলাম পেশাদার মাদক ব্যবসায়ী,সে দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যানের ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন