মেঘনায় আ'লীগের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত। - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

মেঘনায় আ'লীগের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।


মেঘনা প্রতিনিধি:
-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা মেঘনা উপজেলায় হোমনা-মেঘনা (কুমিল্লা-২) আসনের আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ আগষ্ট, ২০২৩) বিকেল ৫ ঘটিকার সময় ভাওরখোলা ইউনিয়ন পরিষদ বালুর মাঠ প্রাঙ্গনে মেঘনা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম এর সভাপতিত্বে এ সভা'টি সূচনা করা হয়।

মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি'র আসন গ্রহণ করেন, সংরক্ষিত আসনের সেলিনা ইসলাম (সিআইপি) এমপি।

উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।

অপরাপর ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান মিলন সরকার, যুবলীগের আহ্বায়ক আব্দুল আল বাকী শামীম, হোমনা-মেঘনা আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ, উভয় থানার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার প্রমুখ।

এ সময় নেতারা বক্তব্য রেখে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাবেন  তৃনমুল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে। সেজন্য মাননীয় প্রাধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা'র প্রতি অনুরোধ করে বলেন, হোমনা-মেঘনা আসন থেকে যেন একজন কর্মীবান্ধব নেতাকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমরা নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭