সোনারগাঁ প্রতিদিন :- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় জমজ দুই বোন পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। একজন সাজনিন জামান সিগ্ধা ও অপর জন হলেন, তাসনিম জামান উপমা। তারা উভয়েই কালের কন্ঠের সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি আসাদুজ্জামান নূরের মেয়ে ও তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
আসাদুজ্জামান নূর জানান, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমার দুই কন্যা এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। মহান আল্লাহ তায়ালার দরবারে লাখ লাখ শুকরিয়া। তিনি বলেন, ওরা যেন পড়াশুনা শেষ করে সত্যিকারের মানুষের মত মানুষ হয় সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
আসাদুজ্জামান নূরের স্ত্রী শান্তা জামান জানান, আমার কন্যারা ভালো রেজাল্ড করেছে এটাই আমাদের গর্ব। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। তারা যেন তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে।
উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায় সাজনিন জামান সিগ্ধা ও তাসনিম জামান উপমা তাদের এ ফলাফলের জন্য বাবা-মা ছাড়াও কলেজ শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া প্রার্থনা করেছেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন