বঙ্গবন্ধুর আলোতে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব আলোকিত’--লিয়াকত হোসেন খোকা এমপি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

বঙ্গবন্ধুর আলোতে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব আলোকিত’--লিয়াকত হোসেন খোকা এমপি


মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।


এ উপলক্ষে শুক্রবার ভোরে উপজেলা পরিষদে মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। 


এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম,সহকারী কমিশনার ভুমি ইব্রাহীম,সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। 


এসময় প্রধান অতিথি সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আলোকিত মানুষ ছিলেন। তাঁর আলোতে শুধু বাংলাদেশ নয় বিশ্ব আলোকিত হচ্ছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত ও মুক্তিকামী সকল মানুষের মুক্তির সনদ হিসেবে কাজ করছে। 


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড সামসুল ইসলাম ভুইয়া,সহকারী কমিশনার ভুমি ইব্রাহীম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


এছাড়াও আরোও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,সোহেল রানা,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার,পৌর মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারন সম্পাদক  মো: আলী হায়দারসহ উপজেলার সকল কর্মকর্তা, শিক্ষক,শিক্ষিকা আওয়ামী লীগ,জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। 


আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭