খেলাধুলায় মনোযোগী হয়ে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে-এমপি খোকা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

খেলাধুলায় মনোযোগী হয়ে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে-এমপি খোকা


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিসহ ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট,ভলিবল,দৌড়,চাকতি নিক্ষেপ,দীর্ঘলম্ফসহ ৪৫টি ইভেন্টে অংশগ্রহন করে যা চারদিন ব্যাপি চলে।


সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর স্কুল এন্ড কলেজ মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি খেলা শেষে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হতে সনদ ও পুরস্কার তুলে দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। 


উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা একাডেমি সুপারভাইজার কাজল চন্দ্র পাল,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব তালুকদার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, মেঘনা শিল্প নগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭