ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ তল্লাশি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ তল্লাশি


মোঃ নুর নবী জনিঃ
--যে কোন সময় মহাসড়কে নাশকতার সৃষ্টি হতে পারে এমনই আশংকায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাস স্টান্ড এলাকায় বিশেষ তল্লাশি চেকপোস্ট বসিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ।


বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত কারো আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করেছেন পুলিশ। প্রাইভেটকার, সিনএনজি, রিকশাসহ দূরপাল্লার বাসগুলোকে থামিয়ে তল্লাশি করা হয়।


এছাড়াও দূর থেকে আসা যাত্রীদের করা হচ্ছে নানা প্রশ্ন। তবে তল্লাশি করে সকাল থেকে এ পর্যন্ত কিছুই পায়নি পুলিশ।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আমাদের কাছে গোপন তথ্য আছে যেকোনো সময় যে কেউ মূলত মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে পারে। তাই এসকল গাড়ি ভাঙচুর বা গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতা যেন কেউ না ঘটাতে পারে সেজন্য আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি।


তিনি আরও বলেন, আপাতত মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন হলে চেকপোস্ট বাড়িয়ে দেওয়া হবে। এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭