মোঃ নুর নবী জনিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীল।
গতকাল শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নাম্বারে জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান, নাসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন