সোনারগাঁয়ে বিভিন্ন পূজা মন্ডপে ডিআইজি হাবিবের উপহার সামগ্রী
জনিঃ-শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে নারায়নগঞ্জের সোনারগাঁ থানার বিভিন্ন মণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান পিপিএম মোগরাপাড়া, কৃষ্ণপুরসহ বিভিন্ন পুজা মণ্ডপে এ উপহার সামগ্রী পৌঁছে দেন।
প্রতিটি মন্দিরে উপহার হিসেবে দেশি-বিদেশি বিভিন্ন ফল, নাড়ু, পিঠা ও অন্যান্য সামগ্রীসহ দুটি করে ডালা সাজিয়ে পূজা কমিটির নেতাদের হাতে তুলে দেয়া হয়।
এ সময় ওসি হাফিজুর রহমান মন্দির কমিটি, পূজারি ও মণ্ডপে আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানার ওসি(তদন্ত) আহসান উল্লাহ,এস আই মোস্তাফিজুর রহমান,প্রতিটি পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন