সোনারগাঁয়ে উপজেলা আ'লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
আজকের সংবাদ ডেক্সঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয় মোগরাপাড়া চৌরাস্তা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের সার্বিক ব্যবস্থাপনায় মিলাদ মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফ্যান্সি,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নুর জাহান,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শামিমসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন