বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
বন্দর প্রতিনিধিঃ বন্দরে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে ২টি বাড়ি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১ কিলোমিটার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেমবর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বন্দর উপজেলার জাঙ্গাল ও কামতাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)সুরাইয়া ইয়াসমিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন।
অভিযান কালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ডিষ্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানীর সোনারগাঁ জোনের কর্মকর্তারা ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এলাকাবাসী জানিয়েছে, প্রতিটি গ্যাস সংযোগ নিতে তিতাস গ্যাস অফিসের দালাল ও স্থানীয় নেতাদের মোটা অংকের টাকা দিয়েছে এ সংযোগ নেওয়া হয়।
Green Gaming is our award-winning technique for ensuring safe and sound playing in}. With assist of|assistance from|the assist of} our ingenious Green Gaming software, gamers can study their betting habits and resolve whether it is sound or unsafe. The software contains of 바카라 사이트 a simple self-evaluation check that we combine with particular person data on precise game-play to compute a playing habits profile. This data is then used to make a personalized suggestion for a healthy playing in} habits.
উত্তরমুছুন