অস্ত্র মামলায় নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানের রিমান্ড
পাভেলঃ- নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, প্রায় ৩০ টির অধিক মামলা ও সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘ দুই দশক বিদেশে পালিয়ে থাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের অস্ত্র মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর রিয়াদ আহমেদ সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলায় জাকির খানের তিন দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য এর আগে শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র্যাব-১১।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন