সোনারগাঁয়ে কিশোর তুহিন হত্যার ঘটনায় পিতা ও ২ পুত্র গ্রেফতার
সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কিশোর তুহিন হত্যার ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ভোরে র্যাব চাঁদপুরের রগুনাথপুর ভাঙ্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন লেঃ কর্ণেল তানভির মাহমুদ পাশা।
গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ মোস্তফা,তার ছেলে রনি (২০) আল আমিন (২৫)।
উল্লেখ্য গত ২৪ আগস্ট উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমেনা মার্কেটের হিরাঝিল রেস্তোরাঁর পাশ থেকে তুহিন(১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।তুহিন উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে।নিহতের পরিবার জানায়, আল আমিন ও রনি গংরা মাদক বিক্রিকালে তুহিন দেখে ফেলায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই হোটেল বন্ধ করে মোস্তাফা মিয়া ও তার ছেলে আল আমিন ও রনি পালিয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন