সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১
আজকের সংবাদ ডেস্কঃ-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় জাওয়াদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে।এ সময় তার সাথে থাকা শিশু জাওয়াদের মায়ের নানী আনোয়ারা বেগম (৬০) আহত হয়।
শনিবার (২৭আগস্ট) দুপুরে উপজেলার দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা থেকে কুমিল্লা গামী তিশা এক্সক্লুসিভ বরিশাল জ- ১১-০০৫৩ এর ধাক্কায় ছিটকে পড়ে ৪ বছরের শিশু জাওয়াদ ঘটনাস্থলেই মারা যায়। নিহত শিশু জাওয়াদ দড়িকান্দী এলাকার জহিরুল ইসলামের ছেলে।এসময় নিহত শিশুর সাথে থাকা তার মায়ের নানী আনোয়ারা বেগম মারাত্মকভাবে আহত হয়।
ঘটনাস্থল থেকে এলাকাবাসী মুর্মূষু অবস্থায় আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে গেলে এলাকাবাসী বাসটি ভাংচুর করে।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন