দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা-মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি
নিউজ ডেক্সঃ-ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্ধ। ঈদে সবার জীবন হোক দীপ্তময়। ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আযহা মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও সংহতি প্রকাশের উদার উৎসব।
তিনি আরো বলেন, আপনার বাড়ির পাশে অসহায় গরীব মানুষটিকেও এ আনন্দ উৎসবে শরীক করুন। সিলেট বিভাগসহ দেশের অনেক মানুষ বন্যায় গৃহহীন হয়ে আছে , মহান আল্লাহ তায়ালার কাছে দুআ করি সবাই যেনো ভালোভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আপনার সামান্য সহানুভূতি প্রতিবেশীকে অনেক আনন্দ উপহার দিতে পারে। সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন