সোনারগাঁয়ে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
জনিঃ-সোনারগাঁ উপজেলা আ'লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, বর্তমান আঃলীগ সরকারের আমলে কেউ না খেয়ে নেই। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও অসহায়দের পাশে আছে আর আগামীতেও থাকবে।
বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পিরোজপুর এলাকায় আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে দু:স্থ ও অসহায়দের ভিজিএফ চাল বিতরণের উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,প্রতিবন্ধি ভাতাসহ ভিজিজি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।
শেষে এলাকার গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন তিনি।
ভিজিএফ চাল বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিতি ছিলেন,ট্যাগ অফিসার, ইউপি সচিব সুমন আহম্মেদ, ইউপি সদস্য-সদস্যা বৃন্দগন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন