র্যাবের পৃথক অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার- ২
আজকের সংবাদঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজারে র্যাব-১১’র দু’টি পৃথক অভিযানে ৫শ’ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ মে) দুপুরে আড়াইহাজারে ও বিকেলে সোনারগাঁ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১র প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ঢাকাগামী ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৩০০ বোতল ফেনসিডিলসহ নোয়াখালী জেলার সেনবাগ থানার চাঁদপুর গ্রামের মৃত হারেছের ছেলে মিজানুর রহমান (২৮) কে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
অপরদিকে আড়াইহাজার থানার রামচন্দ্রদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিলসহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাদঘর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার ও তার কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন