সোনারগাঁওয়ে গার্মেন্টস কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

সোনারগাঁওয়ে গার্মেন্টস কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট


সোনারগাঁওয়ে গার্মেন্টস কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরী এলাকার ঝাউচরে শান ফেব্রিক্স নামের একটি সুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 



বৃহস্পতিবার(১৭ই মার্চ) বিকেল দিকে এ ঘটনা ঘটে।এসময় আগুনে মিলের ২টি ইউনিট পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।



তিনি বলেন,আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁও, আদমজি ইপিজেড, গজারিয়া ও মেঘনা গ্রুপের ৭ টি ইউনিট কাজ করেছেন। ছুটির দিন থাকায় কারখানায় শ্রমিক ছিল সীমিত তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি।


তিনি বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


প্রত্যক্ষদর্শীরা জানান,কারখানার পাশ্ববর্তী মাঠে ছেলেরা খেলাধুলা কালে হঠ্যাৎ শান ফেব্রিকসে  বিকট শব্দ পায় তাকাতেই দেখতে পাশ আগুন এসময়  ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। মালিক পক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭