বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে লাইনম্যানের মৃত্যু, কর্তব্যে অবহেলার অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যুতিক খুটির লাইন এর কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুৎ এর লাইন ম্যান সোহেল রানা (২৩) নামে এক লাইনম্যান আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আফিয়া সিএনজি পাম্প এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
এসময় সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন এর একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
নিহত সোহেল রানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার কদমতলী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন,পল্লী বিদ্যুতের লাইন ম্যান প্রতাপের কর্তব্যে অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। তারা জানান কাজ শেষ হওয়ার আগেই প্রতাপ বৈদ্যুতিক লাইন এর সুইচ অন করে দেন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম এর সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন