আজকের সংবাদ ডেস্কঃ র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৩৬৪৮ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১র একটি আভিযানিক দল বৃহস্পতিবার(৭ অক্টোবর) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ-মোঃ শাহ জাহান (৩৪),মোঃ আনোয়ার হোসেন (৪৭) ও মোঃ মাহবুবুর রহমান ওরফে মাহবুব (৩৩)। এসময় তাদের কাছ থেকে ৩৬৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাহ জাহান কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাংগুরি মুন্সিবাড়ী এলাকার মোঃ জহির এর ছেলে, মোঃ আনোয়ার হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তাইনথং বটতলী এলাকার আব্দুল আজিজের ছেলে ও মোঃ মাহবুবুর রহমান ওরফে মাহবুব কুমিল্লা জেলার কুমিল্লা সদর থানার কিষ্ণপুর এলাকার মোঃ বাচ্চু মিয়া’র ছেলে ।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন অভিনয় কৌশলে কক্সবাজার থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদেরকে সোনারগাঁও থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন