সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে লাঙ্গল প্রতীকে ৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে লাঙ্গল প্রতীকে ৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ



আজকের সংবাদ ডেক্সঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাতীয়পার্টি চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড।


বুধবার(২৭ অক্টোবর) বিকেলে জাতীয়পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। 


এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ থেকে দুই দুইবারের নির্বাচিত সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা,জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন,জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম,জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সানাউল্লাহ সানু, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গিয়াসউদ্দিন চৌধুরী,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু প্রমুখ।


লাঙ্গল প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেনঃ- শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুর রউফ,জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাকসুদুর আলম ভুইয়া,বারদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দাইয়ান মেম্বার ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসেম।



এদিকে পিরোজপুর,সনমান্দী,কাঁচপুর,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয়পার্টির সমর্থিত কোন প্রার্থী এখনও মনোনীত করা হয়নি তবে এসব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রার্থীরা।


উল্লেখ্য এই ৮ ইউনিয়নে আগামী ২৮শে নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭