সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ৬ অক্টোবর, ২০২১

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতি

 


নারায়ণগঞ্জ প্রতিনিধি:-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে জাতীয় পার্টির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফুল ভূঁইয়া মাকসুদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার(৫ অক্টোবর) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।


চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফুল ভূঁইয়া মাকসুদ জানান, গভীর রাতে ২০/২৫ জন মুখোশধারী ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় তার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা তার বাড়ির বারান্দার গ্রিল ভেঙ্গে ভিতরে ঢুকেই প্রথমে তাকে খুঁজতে থাকে। পরে তার বাবা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ১৪ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।


হাজী আশরাফুল ভূঁইয়া মাকসুদ আরো জানান, বাড়িতে ঢুকেই ডাকাতরা প্রথমে তাকে খুঁজতে থাকে। কিন্তু ওইদিন এশার নামাজের পর রাত ১০টার দিকে তিনি ঢাকার বাসায় চলে গিয়েছিলেন। ডাকাতির ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭